সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমায় ভারতীয় ‘তীর’ খেলা এখনো বন্ধ হয়নি। প্রতিদিন নগরীর দক্ষিণ সুরমার কদমতলী বালুর মাঠে বাবুল ও বাছনের স্পটে চেলছে অবৈধ ‘তীর’ নামক ঝমজাট জুয়া খেলা।
এর আগে তাদের নিয়ন্ত্রনে তিন ‘তাস’ খেলা নগরীর দক্ষিণ সুরমার ওই মাঠে চলে আসছিলো। ইদানিং তীর খেলা ব্যাপক আকার ধারণ করেছে। বাবুল ও বাছন জুয়াড়ী চক্র প্রতিদিন তীর খেলার নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ফলে ওই এলাকার কিশোর, যুবকসহ এলাকার হাজারো জনসাধারণ তীর খেলা লাভজনক মনে করে সর্বস্ব বিলীয়ে দিচ্ছে তাদের মাঝে।
আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ না থাকায় দিন দিন তারা বেড়েই চলেছে অবৈধ এই ভারতীয় ‘তীর’ নামক জুয়ার আসর বলে মন্তব্য করছেন সচেতন মহল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd