একনজরে বিপিএল’র সিলেট পর্ব

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

একনজরে বিপিএল’র সিলেট পর্ব

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রকৃতির অপার সৌন্দর্যের বুকে গড়ে উঠেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। কিন্তু সুনাম থাকলেও বিতর্ক আর অঘটন যেনো পিছু ছাড়ছে না এই স্টেডিয়ামের। স্বজনপ্রীতি, অনিয়ম, অদক্ষ ব্যবস্থাপনা- প্রভৃতি বিষয়গুলো এই সুন্দর স্টেডিয়ামের সুনামকে ম্লান করে দিচ্ছে। যেখানে বড় খেলার আসরে হুমড়ি খেয়ে পড়েন সিলেটের ক্রীড়ামোদি দর্শকরা। সেখানে খেলার আয়োজনে অতিরিক্ত ত্রুটি-বিচ্যুতি দেখে হতাশ হয়েছেন দর্শকরা। যেমন খেলা চলাকালে মাঠে দর্শক ঢুকে পড়া, টিকিট কালোবাজারি, গ্যালারিতে খাবারের অতিরিক্ত মূল্য, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব এসব নিয়ে ফের আলোচনায় সবুজ-শ্যামল ঘেরা এই মাঠ।

 

 

বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৩ বিপিএল’র সিলেট পর্ব শেষ হয়েছে মঙ্গলবার। এই বিপিএলে অঘটন আর বির্তক যেন পিছু ছাড়লো না সিলেটের। যেখানে দর্শকরা ঘনঘন ম্যাচ প্রত্যাশা করছেন সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠিছে বেশ জোরেসুরেই।

 

 

Manual2 Ad Code

স্টেডিয়ামে টিকিট ছাড়া প্রবেশ করতে ২০-৫০ টাকা দিয়ে দেয়াল টপকে জীবনের ঝুঁকি নিয়ে শিশু থেকে শুরু করে যুবকরা প্রবেশ করেছে। এছাড়াও সিন্ডিকেটের কব্জায় টিকিট বাণিজ্য তো আর আছেই।

 

 

জানা যায়, চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মোট তিনটি আলাদা ভেন্যুতে আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা এবং চট্টগ্রাম পর্ব শেষে সিলেট পর্ব মঙ্গলবারের দুই ম্যাচ দিয়ে শেষ হয়েছে। বাকি সব ম্যাচেই ঢাকায় হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিনে আটটি ম্যাচ শেষ হলেও থেকে গেছে নানা বিতর্ক।

 

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বনিম্ন ২০০ টাকার টিকিট দিয়ে ওয়েস্টার্ন গ্যালারি এবং গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখনে দর্শকরা। ৩০০ টাকায় ইস্টার্ন এছাড়াও ৫০০ টাকায় ক্লাব হাউজের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিলো। সর্বোচ্চ দামি টিকিট ছিলো গ্র্যান্ড স্টান্ডের। ১৫০০ টাকার বিনিময়ে গ্র্যান্ড স্ট্যান্ড।

 

 

Manual3 Ad Code

যেখানে বির্তকের শুরু সেখানে একটু ফিরতে চাই। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর থেকে সিলেট জেলা স্টেডিয়ামে টিকিটের অপেক্ষমাণ দর্শকরা। সকাল পৌনে নয়টায় সিলেট জেলা স্টেডিয়ামে তিনটি বুথে টিকিট বিক্রি শুরু হয়। মাত্র মাত্র ১৫ মিনিটে ২০০ টাকা ও ৩০০টাকার টিকিট শেষ হয়ে যায় এবং তিনশ টাকার টিকিটও ৫শ টাকায় বিক্রি করা হয়েছে। একই অবস্থা ছিলো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের বুথে। ওইদিন জেলা স্টেডিয়াম থেকে কালোবাজারি সন্দেহ তিন যুবককে ২১টি টিকিটসহ আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এছাড়াও বিসিবির কার্ড ঝুলিয়ে অতিরিক্ত মূকে টিকিট বিক্রিকালে জনতার হাতে আটক হয়েছিলেন দুজন।

 

 

তখন টিকিট ইস্যু নিয়ে শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছিলেন, টিকেট বাড়তি দামে বিক্রির কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্টেট ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন।’

 

 

এবার আসা যাক স্টেডিয়ামে যেভাবে দেয়াল টপকে কিভাবে ঢুকে শিশু-যুবকরা। চারদিনের আটটি ম্যাচ তার মধ্যে ফেভারিট দল হিসেবে ছিল মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রইকার্স ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। তাদের ম্যাচেই ঘটে যতকান্ড।

Manual8 Ad Code

 

 

দুই দলের খেলা দেখার জন্য স্টেডিয়ামে টিকিট না পেয়ে ম্যাশ-সাকিব ভক্তরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল টপকে গ্যালারিতে ঢুকতে দেখা যায়। এক্ষেত্রে গুনতে হয়েছে ২০-১০০টাকা। ভাবছেন টাকা আবার কে নেয়? সেই টাকা যায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের পকেটে। সেগুলো উঠে এসেছে গণমাধ্যমে। নিরাপত্তাহীনতার বিষয়টি গণমাধ্যমে স্বীকারও করেছেন সংশ্লিষ্টরা।

 

 

টিকিট ও দেয়াল টপকে আসার বিষয়টি শেষ হলেও রয়ে গেল মাঠে দর্শক প্রবেশের ঘটনা। তাহলে এবার জানা যাক কি ঘটেছিলো মাশরাফি ও সাকিবের ম্যাচ চলাকালে। শনিবার সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সেলফি তুলে এক কিশোর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রইকার্সের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর ওই কিশোর বলেছিল আবেগের বসে মাঠে ঢুকে পড়েছিল। সেই দিনের ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার ফের মাঠের ঢুকে পড়ে আরেক দর্শক।

 

 

মঙ্গলবার দুপুরে ফরচুন বরিশাল-ঢাকা ডমিনেটর্স মধ্যকার ম্যাচ চলাকালে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়ে এক ভক্ত। যদিও এসময় মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ নজরে আনেন নি। মাঠে ঢুকার পর পর ৮ থেকে ১০ জন নিরাপত্তাকর্মী তার পিছু ছুটে যান এবং বাইরে নিয়ে আসেন। প্রশ্ন হচ্ছে তাহলে এই ৮-১০ জন নিরাপত্তাকর্মী কোথায় ছিলেন সেই সময়। নিশ্চয় বলা যায় তাদের দায়িত্বে অবহেলা ছিলো।ফলে বিপিএল এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠলো।

 

 

এই ঘটনাগুলো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। দেশের সবচেয়ে বড় একটি টুর্নামেন্ট চলাকালে বারবার দর্শক নিরাপত্তা বলয়ের ফাঁক গলিয়ে মাঠে ঢুকে পড়ছেন। এতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই সামনে চলে আসছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

 

 

মাঠে ঢুকা দর্শক নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ফরহাদ কুরেশী গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ ও সিকিউরিটির সদস্যরা মাঠে প্রবেশকারী দর্শককে নিয়ে যান।’

 

 

স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সাকিব-মাশরাফিকে নিয়ে দর্শকরা একটু বেশি আবেগী। এখানে আমাদের কিছু করার নেই। এমন ঘটনা বিভিন্ন স্টেডিয়ামেই হয়ে থাকে।’

 

 

Manual3 Ad Code

অপরদিকে খেলা শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তখন তিনি সাংবাদিকদের বলেন, ‘এভাবে অযাচিত দর্শক মাঠে ঢুকা বন্ধ হলেই ভালো। এটা ঠিক নয়।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..