কুলাউড়ায় রাশেদ আহমদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড, ২ জন খালাস

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২২

কুলাউড়ায় রাশেদ আহমদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড, ২ জন খালাস

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : ২০১৩ সালের ১৯ আগস্ট কুলাউড়ায় রাশেদ আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। গতকাল ২০/৭/২০২২ ইং মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: শাহীন আহমদ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার রায়ে পাঁচ জনকে দন্ডবিধি আইনের ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন বিনাশ্রম প্রদান করা হয়েছে। আসামীরা সবাই মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাসিন্দা। তারা হলেন হাসিমপুর গ্রামের আব্দুর নুর চৌধুরী হীরার পুত্র আরিফ মোহাম্মদ চৌধুরী ওরফে তুহিন (২২), হাসিমপুর গ্রামের আকমল হোসেন চৌধুরীর পুত্র মোহাম্মদ জামাল আহমদ চৌধুরী (৩৪), একই গ্রামের আব্দুর রহিব চৌধুরীর পুত্র ফয়জুর রহমান চৌধুরী (৫৪), আকমল হোসেন চৌধুরীর পুত্র কামাল আহমদ চৌধুরী (৩৫), বরমচাল গ্রামের মন্তর মিয়ার পুত্র রেজাউল করিম রাহেল (২৬)।
মামলার অপর দুই আসামী আব্দুন নুর হীরা ও নিলুফা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ আগস্ট রাত ১২টায় সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র রাশেদ আহমদকে হত্যা করে। রাশেদ আহমদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন সার্জনের পুত্র। পরের দিন রাশেদ আহমদের চাচা আলী হোসেন বাদী হয়ে কুলাউড়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩১। পরে মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন এবং মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে (দায়রা নং ২৩৬/১৩) নথিমূলে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় বিচার কার্যক্রম শুরু হয়।
মামলায় স্বাক্ষ্য গ্রহণ, আসামীদের জবানবন্দি, দীর্ঘ শুনানী ও বাদী-বিবাদী পক্ষে যুক্তিতর্ক শেষে গতকাল ২০/৭/২০২২ ইং তারিখে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: শাহীন আহমদ এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট বদরুল ইকবাল । অন্যদিকে আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সাকির আহমদ জুয়েল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..