বিশ্বনাথে বাছিত হত্যা মামলার প্রধান আসামী সুমন ঢাকা থেকে গ্রেফতার

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

বিশ্বনাথে বাছিত হত্যা মামলার প্রধান আসামী সুমন ঢাকা থেকে গ্রেফতার

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। আজ শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় তাকে ঢাকার বারি ধারা এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

Manual4 Ad Code

বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে এস আই রুমেন আহমদ, এস আই সৈয়দ ফখরুল ইসলাম, এ এস আই হোসাইন আহম্মেদ, কন্সটেবল রিজভী সহ ঢাকা গুলশান এর পাশে বারিধারা এলাকা থেকে প্রধান আসামী সুমন কে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

সুমন উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নামর মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ।

Manual3 Ad Code

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত নিহত হন। নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।

জানা যায়, তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসে এসময় বাছিত তাকে।

Manual5 Ad Code

নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সুমন বাছিতকে স্টেপ করে। আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2022
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..