বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি যাবো না -বিশ্বনাথে লুনা

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি যাবো না -বিশ্বনাথে লুনা

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট ও জনবিচ্ছিন্ন সরকার। একবার তারা বিনাভোটে, আরেকবার আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে আমাদের উপর চেপে বসেছে।

মানুষের ভোটের অধিকার হরণকারী এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি যাবো না। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ইলিয়াস আলীকেও ফেরত পাবো না। এই বিশ্বাসটা দশ বছর পরেও আমরা উপলব্ধি করেছি। তাই এখন একটি স্বাধীন তত্ত¡াবধায়ক সরকার প্রয়োজন, যার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

Manual8 Ad Code

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।

তিনি শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার চান্দভরাং গ্রামে দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ‘মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা’ সাহেল সামাদের উদ্যোগে নিজ বাড়িতে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান, ২০১২ সালের ২৩ এপ্রিল ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলনে নিহত মনোয়ার, জাকির, সেলিমের আত্মার মাগফেরাত ও আহত সাহেল সামাদসহ সবার সুস্থতায় কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

Manual6 Ad Code

দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুজা উদ্দিন ধন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশঘর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ আহমদ ও শেষে দোয়া পরিচালনা করেন মিয়ারবাজার শাহচান্দ শাহকালু আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান।

Manual7 Ad Code

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির কারিগর বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি তকদ্দুস আলী, সহ সভাপতি নুর উদ্দিন আহমদ, সাদিক মিয়া, বেদার উদ্দিন চৌধুরী জন্টি, যুগ্ম সম্পাদক তজমুল আলী, বাদশা মিয়া, কবির উদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি আলী আকবর জাহেদ, ৮নং ওয়ার্ডের সভাপতি আফরাজ আলী, ৯নংওয়ার্ডের সভাপতি আবদুর রহিম লেভু মিয়া, বিএনপি নেতা রমজান আলী, সুরুক মিয়া, মালিক মিয়া, দুদু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল লতিফ, যুবদল নেতা আবদুল হান্নান বাবুল, সাইদুর রহমান রাজু, জামাল আহমদ, কয়েছ মিয়া, মামুন আহমদ কফি, সৌরভ আহমদ লাকী, ফয়জুল হক, সাদ মিয়া, আলতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শের আলী, সদস্য শিপন তালুকদার, সুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, রাসেল আহমদ, আখতার আহমদ, আবদুস সালাম জুনেদ, সদস্য আবদুল কাইয়ূম, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক আবদুল মজিদ বকুল, সদস্য জাকির হোসেন ইমন, রায়হান, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিলোয়ার হোসেন, দশঘর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন মিয়া, যুগ্ম সম্পাদক রুমেন আহমদ, এহিয়া আহমদ, ছাত্রদল নেতা সাকিল আহমদ, ফরহাদ আহমদ, আলী আহমদ, সুয়েব আহমদ, কামরান আহমদ, শমসের মুবিন, সানুর আলী, সোহাগ আহমদ, মুন্না, জুবেল, তারেক, নুর গণি, কাইয়ূম, হাসান, জুয়েল, নবেল প্রমুখ নেতৃবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2022
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..