ডা. শামসুদ্দিনসহ নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মিলাদ

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

ডা. শামসুদ্দিনসহ নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মিলাদ

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ১৯৭১ সালের ৯ এপ্রিলে পাকিস্তানী হানাদার বাহিনীর কাছে নির্মমভাবে নিহত ডা. শহীদ শামসুদ্দিন আহমদসহ সকল ডাক্তারদের স্মরণে শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- হাসপাতালের অধীক্ষক ব্রিগেঃ জেঃ মাহবুবুর রহমান ভুইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ডা. খালেদ মাহমুদ, ডা. মো. আব্দুল কাইয়ূমসহ চিকিৎসক, নার্সিং ও অন্যান্য কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর ডা. শহীদ শামসুদ্দিন আহমদের কবর জিয়ারত শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মোনাজাত করা হয়। বাদ যোহর হাসপাতালের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, ১৯৭১ সালে ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালসহ অন্যান্যরা জীবনের ঝুঁকি নিয়েই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় তারা ব্লাড ব্যাংকের পাশাপাশি তৈরি করেছিলেন বিশেষ মেডিকেল টিম। ১৯৭১ সালের ৯ এপ্রিল হাসপাতালে আক্রমণ করে পাকিস্তানি হানাদান বাহিনী নৃশংসভাবে ৭ জনকে হত্যা করে। ইতিহাসে এটি প্রথম কোনো হত্যাকান্ড যেখানে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের হত্যা করা হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2022
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..