করোনায়ও থেমে নেই বিএনএ ওসমানী শাখার মানবিক কর্মকান্ড

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১

করোনায়ও থেমে নেই বিএনএ ওসমানী শাখার মানবিক কর্মকান্ড

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : করোনার তান্ডবে সবকিছু লন্ডভন্ড। ভালো নেই কেউই। এর মধ্যেও থেমে নেই বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার মানবিক কর্মকান্ড। ঢাকা ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ক্যান্সার আক্রান্ত রেসমা আক্তার সেতুর পাশে দাঁড়িয়ে আরেকবার মানবিকতার পরিচয় দিলেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় অসুস্থ সেতুর হাতে বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ চিকিৎসা সহায়তা হিসেবে এক লাখ টাকা তুলে দেন। ঢাকা নার্সিং কলেজের হলরুমে এই সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত বিভিন্ন হাসপাতাল ও সংগঠনের নার্সিং কর্মকর্তারা বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দের মানবিকতা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন।

Manual5 Ad Code

চিকিৎসা সহায়তা বাবত এক লাখ টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমীর চন্দ্র দাস, সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবদুল খালিক, কার্যনির্বাহী সদস্য সুমন দেব, বিএনএ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শাখার সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বিএনএ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং কর্মকর্তা মো. সুজন আহমেদ, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ) এর সভাপতি মো. ইমরানুল হক হিমেল, সহ সভাপতি আশিক মাহমুদ, দপ্তর সম্পাদক মো. রুমান হোসাইন, সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস (এসবিজিএসএন) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব হাসান রিফাত, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাহার, সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন প্রমুখ।

রেসমা আক্তার সেতুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে গত ১০ জুলাই বিএনএ সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দের কাছে আবেদন জানান সোসাইটি অব বাংলাদেশ গ্র্যাজুয়েট স্টুডেন্টস (এসবিজিএসএন) এর অর্থ সম্পাদক তানভীর আহমদ। ওই আবেদনের প্রেক্ষিতে ১২ জুলাই বিএনএ ওসমানী হাসপাতাল শাখার নেতৃবৃন্দ সভা করে সেতুকে সাধ্যমতো সহায়তা করার সিদ্ধান্ত নেন।

Manual7 Ad Code

প্রসঙ্গত, এর আগেও দেশের বিভিন্ন হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও তাদের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..