সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
ছাতক প্রতিনিধি :: ছাতকে মোটরসাইকেল দূর্ঘটনায় রাজু আহমদ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ছাতক-জাউয়া সড়কের টেটিয়ারচর গ্রাম সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আনছার আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জাউয়াবাজার যাচ্ছিলেন রাজু। সড়কের টিটিয়ারচর গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এতে রাজু গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধিন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd