সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে গলা কেটে জাহাঙ্গীর আলম হত্যাকান্ডের ঘটনায় তাহিরপুর সীমান্ত এলাকা থেকে তিন ঘাতককে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে তাহিরপুর সীমান্তের কড়ইগড়া রাজাই থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে তৌহিদুল ইসলাম ভুঁইয়া, একই ইউনিয়নের মাহারাম উত্তর পাড়ার আব্দুল মজিদের ছেলে আহসান হাবিব ও হারুন রশীদের ছেলে সুলাইমান।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, জাহাঙ্গীর আলম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে ৩ ঘাতককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডে আরো কেউ জড়িত আছে কি না সেই জন্য পুলিশ তিন আসামির ৭ দিনের রিমান্ড চেয়েছে। এ বিষয়ে নিহতের পিতা মোহাম্মদ আলী ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, গত শনিবার তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়নের শান্তিরপুর গ্রামের বনুয়াটোপ হাওর থেকে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd