সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের জাফলংয়ে ইয়াবাসহ লাল মিয়া লালু (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৪৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২২ মে) রাত দশ টার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লালু উপজেলার লাখেরপাড় গ্রামের আব্দুস সালামের পুত্র।
এ বিষয়ে এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জেলা পলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। শনিবার ডিবি কতৃক গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd