সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে চোরাইগরু, চোরাইকাজে ব্যবহৃত গাড়ীসহ চুর আটক।
পুলিশ সূত্রে যানাযায়, গত ৫ মে রাত ২.৩০ মিনিটের সময় বাদীর গোয়ালঘর হতে ১টি গাভী চুরি ঘটনা ঘটে। এঘটনায় বাদী জৈন্তাপুর মডেল থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি তদন্ত পূর্বক ৪৫৭/৩৮০/৪১১ দন্ডবিধিতে ১২ মে মামলা হিসাবে গ্রহন করে (যাহার নং-১১)।
গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই গরু, চোরাই কাজে ব্যবহৃত একটি সবুজ রংয়ের টমটম গাড়ী সহ গরুচোর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্ধা, লামনীগ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আল-আমিন (১৯) কে পুলিশ আটক করে। পুলিশ গত ১২ মে মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগির আহমদ জানান, গরু চুরির ঘটনায় আটককৃত গরুচোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd