সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মে ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: তাহিরপুরে বিয়ের তিন দিন পর সেনোয়ারা বেগম নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। সেনোয়ারা উপজেলার কাউকান্দি গ্রামের রায়হান মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী চতুর্ভূজ গ্রামের উমর আলীর মেয়ে।
জানা যায়, রান্নাঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রোববার দুপুরে আত্মহত্যা করেন সেনোয়ারা। খবর পেয়ে বিকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রতিবেশীরা জানান, প্রেমের সম্পর্ক তৈরির মাধ্যমে বৃহস্পতিবার নোটারি পাবলিকের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে রায়হান সেনোয়ারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি এলে কেউ কেউ নববধূর গায়ের রং কালো বলে কানাঘুষা শুরু করায় হয়তো এ অপমান সইতে না পেরে সেনোয়ারা আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।
মৃতের স্বামী রায়হান জানান, গত বৃহস্পতিবার আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিন্তু হঠাৎ কী কারণে সেনোয়ারা আত্মহত্যা করেছে তা আমরা বুঝতে পারছি না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd