সিলেট :: ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’,‘সিলেটের মাটি, শেখ হাসিনার ঘাটি, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’সহ অজস্র স্লোগানে কাঁপছে সিলেটের রাজপথ। যেন সিলেট এখন স্লোগানের নগরী।

Manual1 Ad Code

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকাল থেকে একের পর এক মিছিল আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে গিয়ে মিছিল হচ্ছে। প্রতিটি মিছিলেই দেয়া হচ্ছে নানা স্লোগান।

এদিকে দুপুর সোয়া ১টার দিকে শেখ হাসিনার জনসভা শুরু হচ্ছে। তবে সমাবেশে শেখ হাসিনা যোগ দিবেন বেলা ২টা ৪০ মিনিটে।

Manual1 Ad Code

এদিকে, সকাল ১১টা থেকে দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসা মাঠের জনসভায় আসতে থাকেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। মাঠের নিরাপত্তায় বসানো হয়েছে, সিসি ক্যামেরা। মাদ্রাসা মাঠের পশ্চিমে স্থাপিত দুটি ওয়াচ টাওয়ার থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Manual8 Ad Code