বিছনাকান্দিতে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দির বগাইয়া মুসলিমপাড়া নদীরপারের পাথরকোয়ারিতে আলী নুর নামের পাথর শ্রমিক মাটি চাপায় নিহতের ঘটনায় হত্যা মামলা (নম্বর-২৫) দায়ের করা হয়েছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে নিহতের স্ত্রী রুহেনা বেগম বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন।

Manual5 Ad Code

মামলার আসামিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার ঘোরাগ্রামের মো. ফিরোজ আলীর ছেলে রইছ উদ্দিন ওরফে আজাদ (৩০), বিছনাকান্দি গ্রামের ইমরান আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৫), একই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) ও মৃত তরমুজ আলীর ছেলে এনাম মিয়া (৩০)।

Manual3 Ad Code

মামলার এজাহারে বলা হয়, আসামিরা বিছনাকান্দির বগাইয়া মুসলিমপাড়া নদীরপারের পাথরকোয়ারিতে মাটি চাপায় বাদি রুহেনার স্বামী আলী নুর মারা যেতে পারে জেনেও তাকে পাথর উত্তোলনে কোয়ারির গর্তে নামায়। পরে সেখানে মাটিচাপায় তার স্বামীর মৃত্যু ঘটে, শ্রমিকেরা আহত হন।

Manual6 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন,‘ এ ঘটনায় হেলাল ও রইছ নামের দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গতকাল রোববার সকাল ৭ টার দিকে বিছনাকান্দির মুসলিমপাড়ার পাথর কোয়ারিতে মাটিচাপা পড়ে আলী নুর মারা যান এবং আহত হন আরো ৩ শ্রমিক। নিহত আলী নুরের হবিগঞ্জের বানিয়াচঙের গুনই গ্রামে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..