মৌলভীবাজারে ফেরিওয়ালা মহিলার মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : ঘটনার ৫দিন পর মৌলভীবাজার শহরের বেরীরচর এলাকা থেকে আজ বুধবার দুপুরে সেলিনা বেগম (৫০) নামের কাপড় ব্যবসায়ী এক মহিলার মস্তক উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় গত শুক্রবার রাতে (১৯ জানুয়ারী) সেলিনাকে হত্যা করে মস্তক বিহীন অবস্থায় একটি বস্তায় ভরে বেরী লেইকের পাশে চরে ফেলে রাখে। শনিবার দূপুরে এলাকাবাসি মুখ বাঁধা বস্তা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মস্তক বিহীন লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আফসার হোসেন জুনাক নামের এক জনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে। জুনাকের স্বীকারোক্তি অনুযায়ী বেরী লেইক থেকে পলিথিন দিয়ে মুড়ানো অবস্থায় সেলিনার মস্তক উদ্ধার করা হয়।

জুনাকের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও গ্রামে। তার পিতার নাম সাইফুল ইসলাম। সে লাশ উদ্ধার হওয়া ঘটনাস্থলের পাশের একটি ভবনের ৩ তলায় তার মা জোৎসা বেগমসহ পরিবার নিয়ে ভাড়া থাকত। জানা যায় নিহত সেলিনা ফেরি করে কাপড়ের ব্যবসা করতেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার বিকেলে পাওনা টাকা আদায়ের জন্য বাসা থেকে বের হন। এর পর তাকে খোঁজে পাচ্ছিলনা পরিবার। বেরীরচর এলাকায় পাওনা ৪৫ হাজার টাকা আদায় করেতে গেলে তাকে হত্যা করে পৃথক ভাবে মস্তক ও দেহ পলিথিন দিয়ে মুড়িয়ে লেইকের ভেতর ফেলে দেয়া হয়।

Manual4 Ad Code

এই ঘটনার পর সেলিনার পরিবারের জানায় বেরিরচর এলাকার জোৎসা বেগম দুই বছর আগে জোনাকী স্টোর নামে মুদি দোকানের ব্যবসা শুরু করতে সেলিনা বেগমের কাছ থেকে ৫০হাজার টাকা ধার নেন। এবং কাপড়ের লেনদেন বাবত জোৎসা বেগমের কাছে ৪৫ হাজার টাকাও পাওনা ছিল।

পাওনা টাকার বিষয় নিয়ে জোৎসার সাথে সেলিনার একাধিকবার ঝগড়া হয়েছে। ঘটনার আগের দিন শুক্রবার বিকালে পাওনা টাকা আনতে জোৎসা বেগমের বাসায় গেলে আবারও ঝগড়া হয়। সেলিনা বেগমের পরিবার প্রাথমিকভাবে ধারণা ছিল এই হত্যা কান্ডের সাথে জোৎসা বেগমের সম্পৃত্ততা রয়েছে।

জোৎসা বেগমের ছেলে জুনাকের স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে এই ধারনা মিলে যায়। জানা যায় মৃত মো: খালিক মিয়ার স্ত্রী সেলিনা বেগম ২৬ বছর ধরে মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন এলাকায় ফেরী করে কাপড় বিক্রি করতেন।

শুক্রবার দুপুরে বাকীর টাকা তুলতে খাতা নিয়ে বাসা থেকে বের হলে আর ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুজির পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের বেরিরচর এলাকা থেকে সেলিনা বেগমের লাশ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শনিবার জোৎসা বেগম, তার দু’ছেলে জোনাক (১৮), ঝিনুক (১৬) মিয়াসহ স্থানীয় দু’ব্যক্তিকে আটক কওে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রোববার রাতে তাদের ছেড়ে দেয়া হয়।

এঘটনায় নিহত সেলিনা বেগমের ছেলে আলম বাদীয় হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মাদ জানান, শুক্রবার দুপুরে শহরের বেরির চর এলাকায় বস্তার ভেতর পলিথিন দিয়ে মুড়ানো মস্তক বিহীন এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল।

Manual6 Ad Code

উদ্ধারকৃত নারীর আনুমানিক বয়স ছিল ৫০ বছর। সে শহরের সুলতানপুর এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতো। তার নাম সেলিনা বেগম, তার স্বামীর নাম মৃত মোঃ খালিক মিয়া। সেলিনা ফেরি করে কাপড়ের ব্যবসা করতেন। ওই দিন লাশ সনাক্ত করেন নিহতের ছেলে মোঃ আলম।

এরপর পুলিশি অভিযানে ঘটনার সাথে জড়িত সন্দেহে জুনাক নামের একজনকে আটক করা হয়। আটকৃত জুনাকের দেওয়া স্বীকারোক্তিমূলক জবান বন্দি ও তথ্যমতে তার মস্তক উদ্ধার করা হয়। বুধবার সকাল থেকে জুনাকের দেখানো স্থানে মস্তক উদ্ধার অভিযানে ঘটনাস্থলে নামে পুলিশ।

পরে বেরী লেইকে জাল ফেলে খোঁজাখুজি করে মিলে সেলিনার মস্তক। তিনি বলেন ধারনা করা হচ্ছে প্রথমে আঘাত করে হত্যার পর লাশ দ্বি খন্ডিত করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..