প্রতিভা অন্বেষণে বিভাগ সেরা বিশ্বনাথের মারিয়া

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

প্রতিভা অন্বেষণে বিভাগ সেরা বিশ্বনাথের মারিয়া

Manual2 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রতিভাময়ী মারিয়া আলম চৌধুরী একের পর এক শ্রেষ্টত্বের মুকুঠ ধরে রাখছে। আবারোও সিলেট বিভাগের শ্রেষ্টত্ব অর্জন করে মুখ উজ্জল করেছে বিশ্বনাথের মুখ।
মেধাবী মারিয়া বিশ্বনাথ সরকারি কলেজ থেকে ‘প্রতিভা অন্বেষন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে কবিতা আবৃত্তি ও আঞ্চলিক গানে বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে বিজয় মুকুট পরে।
এক প্রতিক্রিয়ায় মারিয়া আলম চৌধুরী বলেন, চেষ্ঠার ফসল। প্রতিটা বিষয়ে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। মানুষ পারেনা বলে কিছু নেই যার প্রমাণ হল লেগে থাকা। আমি বিশ্বাস করি একজন ছাত্র পড়া-লেখার পেছনে লেগে থাকলে অবশ্যই সে সফল হবে হবেই। আমি সবার দোয়া চাই শুধু বিশ্বনাথ নয় আগামী দিনে দেশের একজন সু-নাগরিক হয়ে দেশের হয়ে কাজ করতে পারি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..