সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেওয়ান হাসিবুল নামে এক শিক্ষার্থী ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে দেওয়ান হাসিবুল তার এক সহপাঠীকে নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় ঘুরতে যায়। এসময় এক ছিনতাইকারী তার কাছ থাকে ব্যাগ ছিনতাই করতে গেলে সে বাধা দেয়। ছিনতাইকারী তার মাথায় গাছের ডাল দিয়ে তখন আঘাত করলে তার মাথা গুরুতরভাবে জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসলে অবস্থা গুরুতর দেখে সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান যে বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। তবে তার মাথার সিটিস্ক্যান করে পরবর্তী চিকিৎস্যা ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd