সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার গোলাম কাওসার দস্তগীর জানান, পুরাতন নাশকতার মামলায় আলী আহমদসহ বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাই কোর্টের আপিলে সাজা বৃদ্ধি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করতে সিলেট শহীদ মিনারের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার আগেই সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার কাওসার দস্তগিরের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের সঙ্গে আটক হওয়া অন্যদের মধ্যে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমসহ ৮ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd