সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮
সিলেট :: জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আমীর, শায়খুল হাদীস আলামা আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন, ইসলাম হল শান্তির ধর্ম। ইসলামের সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। আলামা দুলর্ভপুরী বলেন, সর্বকালে উলামায়ে কেরাম সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী। তিনি বলেন, যারা চার মাযহাবে বিশ্বাসী নয়, তারা সকলেই দ্বীন ইসলামের চরম শত্র“। তারা মুসলমানদের মধ্যে ফিৎনা ফাসাদ সৃষ্টি করতে চায়। ওদের খপ্পর থেকে সকল মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। দুর্লভপুরী বলেন, আমরা কোনদিন বাতিলের সাথে আপোষ করবোনা। আদর্শ জলাঞ্জলি দিয়ে কারও সাথে জোট বাধবনা। জমিয়তে উলামা যেকোন পরিস্থিতিতে নিজস্ব প্লাটফর্ম থেকে সকল তাগুতি শক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমীরে জমিয়ত আরো বলেন, আমরা কোন দলকে ক্ষমতা থেকে সরানো বা ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহার হবো না। তিনি বলেন, আমরা আমরণ ইসলামের পতাকা উড্ডীন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবো। লা মাযহাবীও মওদুদীবাদীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি গতকাল শনিবার (২৭ অক্টোবর) বিকেল ২টায় সিলেট রেজিষ্ট্রি মাঠে জমিয়তে উলামা বাংলাদেশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাযহাব সংরক্ষণ শীর্ষক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আলামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর সভাপতিত্বে এবং দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা জয়নুল আবেদীন-এর যৌথ পরিচালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন দলের সহ সভাপতি আলামা শামসুদ্দীন দুর্লভপুরী, আলামা হিলাল আহমদ হরিপুরী, আলামা আব্দুল কাদির বাগরখালী, মাওলানা হাফিজ হারুনুর রশীদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জমিয়তে উলামার কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আলামা নজরুল ইসলাম তোয়াকুলী, যুগ্ম মহাসচিব মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুবাশ্বির আলী, মাওলানা আজমত উলাহ, মাওলানা আবুল হোসাইন চতুলী, মাওলানা আবরারুল হক, মাওলানা মঈনুদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা বিলাল গাজী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন, মাওলানা খালেদ আহমদ, মাওলানা হাফিজ নজির আহমদ, মাওলানা বদরুল ইসলাম আল-ফারুক, মাওলানা নুরুল ইসলাম নোমানী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা বদরুল আলম, মাওলানা সুফিয়ান হামিদ, মাওলানা ইয়াহিয়া শহীদ, মাওলানা রফি উদ্দিন শাহীন, মাওলানা বশির আহমদ, ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমাদ উদ্দিন লাহিন, সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা আসাদ আহমদ, হাফিজ ইকরাম মাহমুদ, হাফিজ মাওলানা সিদ্দিক বিন মোহাম্মদ, জুনেদ শামসী, নজরুল ইসলাম, হাফেজ মারুফ আহমদ প্রমুখ।
মহাসমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালী, বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd