সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট থানা এলাকার বিভিন্ন স্পটে জুয়ার আসর ও মাদক ব্যবসার মূল উৎপাটন করতে জিরো টলারেন্স ঘোষনা করেছে গোয়াইনঘাট থানা।
থানার ওসি ইতিমধ্যেই বিভিন্ন সফল অভিযান চালিয়ে আলোচনায় এসেছেন। বেড়েছে জনসাধারণের আস্থা। সম্প্রতি হত্যা মামলার আসামি, বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ী গ্রেফতার করে প্রশংসা কুড়িয়েছেন।
এবার তিনি ঘোষনা দিলেন, যে কোন ভাবেই থানা এলাকাকে মাদক মুক্ত করা হবে। এজন্য পুলিশী কার্যক্রম চলছে। বাড়ানো হয়েছে ‘বিশেষ অভিযান’। বিশেষ অভিযানের সুফল হিসাবে
ইতিমধ্যেই থানা এলাকার কিছু মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ও অন্যান্য হুতারা গাঢাকা দিয়েছেন। তাদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, দেশ ও সমাজ রক্ষায় মাদক ও জুয়ার ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সে। এসব কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
এসব অপরাধ ও অপরাধীদের ব্যাপারে নির্ভয়ে সঠিক তথ্য দিতে তিনি আহবান জানিয়ে তিনি বলেন, পুলিশ ও জনমানুষের সম্পর্ক সাবলীল না হলে অপরাধ নির্মূল সম্ভব নয়।
পুলিশী একশনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পেলে অপরাধ নির্মূল সম্ভব।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd