সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
সিলেট :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ বলেছেন, বর্তমানে ইসলামের মধ্যে বিভ্রান্থি ছড়ানোর জন্য বাতিল শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে। আমাদের ইসলামী তাহজীব তামাদ্দুনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা আজ বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসমস্ত বাতিলদের সমোচিত জবাব দেয়ার জন্য তালামীয কর্মীদেরকে জ্ঞানের শক্তি অর্জন করতে হবে এবং মানুষদেরকে ইসলামের মূল শিক্ষার দিকে আহবান করতে হবে।
বুধবার সকালে সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সদস্য স্তর উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক আহমেদ ফাহিমের পরিচালনায় কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক সহ সভাপতি মুহাঃশরিফ উদ্দিন, কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিলেট জেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা শেহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলম, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজম আলী, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ সহ সভাপতি আব্দুল লতিফ রুহেল, মোগলা বাজার থানার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ সহ সভাপতি আব্দুল মছব্বির, সংগঠনের দক্ষিণ সুরমা পশ্চিম উপজেলার সাবেক আহব্বায়ক রওশন আহমদ, আল মদিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম,গুপ্তর গাও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, সংগঠনের এম সি কলেজের সাবেক সভাপতি শেখ শফি উদ্দিন, নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আলতাব হোসেন, সংগঠনের দক্ষিণ সুরমা থানা তালামীযের সহ সভাপতি রেদওয়ান রাজা, আব্দুর রাজ্জাক সাজু, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, অফিস সম্পাদক সায়েম আহমদ ইমন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা ৩ শতাধিক প্রশিক্ষানার্থী উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd