সিলেট থেকে গণতন্ত্র পুনরূদ্ধার আন্দোলন ঘোষনা

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

সিলেট থেকে গণতন্ত্র পুনরূদ্ধার আন্দোলন ঘোষনা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বিপুল সংখ্যক মানুষের জনসমাগম ঘটেছে। রেজিস্ট্রি মাঠের সীমানা পেরিয়ে এ জনস্রোত রাস্তায় গিয়ে ঠেকেছে। বুধবার (২৪ অক্টোবর) বেলা ২টায় জাতীয় ঐক্যফ্রন্টের এ সমাবেশ শুরু হয়।

Manual5 Ad Code

সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
বেলা ১২টার পর থেকে বিচ্ছিন্নভাবে মানুষের গন্তব্য সমাবেশের দিকে দেখা গেছে। সেখানে পুলিশ ও র‌্যাবের পাহারা ছিল।

Manual2 Ad Code

মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বিমানযোগে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। এ সময় সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা তাঁর সাথে সিলেট আসেন।

এছাড়া মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা (বুধবার) ভোরে বিমানযোগে ঢাকা থেকে সিলেট এসে শাহজালাল ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। পরে তারা হোটেলে বিশ্রাম নিয়ে দুপুরে সমাবেশস্থলে যোগ দেন। 

Manual1 Ad Code

প্রসঙ্গত, বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এর পরিচালনায় সমাবেশ শুরু হয়।

সমাবেশে ঐক্য ফ্রন্টের নেতারা অবাধ ও সুষ্টু নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগসহ ৬দফা দাবি পেশ করেন। পাশপাশি সিলেট থেকে গণতন্ত্র পুনরূদ্ধার আন্দোলন ঘোষনা করেন।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..