জাতীয় নিরাপদ সড়ক দিবসে সিলেটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সিলেটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

Manual5 Ad Code

সিলেট :: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে নগরীতে সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রিকাবিবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল হকের নেতৃত্বে র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, বিআরটিএ সিলেটের উপপরিচালক শহীদুল­াহ কায়সার, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলী, মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল প্রমুখ।

Manual1 Ad Code

র‌্যালী পরবর্তী আলোচনা সভায় সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম।

Manual8 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সিলেটের উপপরিচালক শহীদুল­াহ কায়সার। বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, জেলা রোভার স্কাউটের হাফিজুর রহমান রাহাত, শারমিন আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহ আলম। গীতা পাঠ করেন মুক্তিযুদ্ধা বিবেকানন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হলে সবাইকে সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন ও আইন মানতে হবে। আমরা যদি সবাই মিলে আইন মানি তাহলে নিরাপদ সড়ক দিবসের সার্থকতা আসবে।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়র’ এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে সকল মহলের আন্তরিক সহযোগীতা একান্ত প্রয়োজন। শুধু চালকদের দোষারূপ করা যাবেনা, মহাসড়কে কোন ধরণের ¯প্রীড বেকার নির্মাণ করা যাবেনা। গাড়ী চালক যাত্রী সবাইদেরকে অবশ্যই সিটবেল্ট ব্যবহার করতে হবে এবং বিআরটিকে সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

র‌্যালী ও সমাবেশে নিরাপদ সড়ক চাই সিলেট জেলা ও মহানগর শাখা, এসএমপি ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ, রোভার স্কাউট সহ বিভিন্ন স্কুল কলেজের সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‌্যালী ও আলোচনা সভায় নিসচা সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মিলন আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, সাদেকুর রহমান চৌধুরী, মাহমুদ হোসেন খান, কামরুল ইসলাম, আশফাক উদ্দিন আহমদ, সুহেল চৌধুরী, আল আমিন খান, আব্দুর মুকিত চৌধুরী রেজা, আশিক আহমদ, জামাল উদ্দিন, মাসুদুজ্জামান তফাদার মুক্তার, মনিরুল ইসলাম, সামাদুল ইসলাম অপু, জয়নুল আবেদীন, কবির আহমদ দিলু, দেলওয়ার হোসেন, ওয়াসিমূল বারী প্রমুখ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..