গুরুর জন্মদিনে এক ভক্তের খোলা চিঠি…

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

গুরুর জন্মদিনে এক ভক্তের খোলা চিঠি…

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পুরো পৃথিবীতে নিশ্চয়ই জেমস ভক্তের অভাব নেই। বিশ্বের যেকোনো এক প্রান্তে বসে হয়তো রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে কোনো এক জেমস ভক্ত চিৎকার করে গেয়ে ওঠে, ‘আমি তারায় তারায় রটিয়ে দেবো, তুমি আমার’। অথবা মা গান শুনে চোখের পানি ফেলে বলে ওঠে ‘কোথায় আছে কেমন আছে মা!’

জেমস ভক্তদের এক ভয়ংকর সু্ন্দর বৈশিষ্ট্য হলো তাদের শয়নে স্বপনে শুধুই জেমস ভাই। তেমনি এক জেমস ভক্ত হলো হালের জনপ্রিয় শিল্পী ‘দেবী’, ‘নির্ঘুম রাত’, ‘বাঈজী’-খ্যাত আদনান আশিফ। আজ জেমস্-এর জন্মদিন। এই উপলক্ষ্যে নিজের প্রিয় শিল্পীকে নিয়ে এক খোলা চিঠি লিখেছেন আদনান।

খোলা_চিঠি…

আদনান আশিফ

বরাবর : আমার প্রাণ প্রিয় , শ্রদ্ধেয় ,গুরু_মাহফুজ_আনাম_জেমস (যে চিঠি আমি আগামী অন্তত #১০০ বছর প্রতিবছর এই দিন এ পোস্ট করতে চাই)

গুরু , প্রথমেই আপনার এই ক্ষুদ্র অতি সামান্য ভক্তের স্ব-শ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন …

আজকের দিনটা আপনার ভক্তদের জন্য এবং যারা আপনাকে অন্তর থেকে ভালোবাসে তাদের জন্য এক বিশেষ দিন । তাই , এই দিনটাকেই শুধু আপনাকে শুভেচ্ছা জানানো না , বরং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবেও বেঁছে নিলাম।

Manual5 Ad Code

আপনার প্রতি কৃতজ্ঞ সেই সব সব লোক যাদের ছেলেবেলা আপনার #অনন্যা’র ফীল এ কিংবা #সুলতানা_বিবিয়ানার ঝড় এ অদ্ভুত ভাবে পার হয়েছে .. আমি সেই #দুষ্ট_ছেলেদের_দল এর ই একজন … সামান্য পার্থক্য এই যে আমার ছেলেবেলা শুধু আপনার গান শুনেই না , বরং আমার পুরা তারুণ্য পার হয়েছে আপনার গান শুনে এবং হাটে মাঠে ঘাটে আপনার গান গেয়ে …. আপনার গান গাওয়া টা আমার জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় ….

আমি দ্যার্থ কণ্ঠে স্বীকার করি , আপনার মতো একজন গুনী শিল্পীর দুর্দান্ত সব গান যদি আমার ক্যাসেটে এ এবং কনসার্ট এ গিয়ে শোনার সৌভাগ্য না হইতো , আমি কখনোই হয়তো কোনো স্টেজ বা অনুষ্ঠানে গান গাওয়ার কথা চিন্তাও করতাম না …. আপনি শুধু আমার জন্যই না , বাংলার লাখ লাখ সংগীত প্রেমী এবং মিউজিশিয়ানদের জন্য একটা প্রতিষ্ঠান … বাংলার এমন কোনো ব্যান্ড আর্টিস্ট নাই , যারা আপনার কোনো না কোনো গান প্র্যাকটিস করা দিয়ে তাদের ব্যান্ড আরম্ভ করে নাই।  আপনার গান শুনে বড়ো হওয়া বাংলার এমন কোনো শিল্পী নেই যাদের হৃদয় , স্টেজ এ আপনার দুই একটা গান কভার করার জন্য আনচান করে না।

#গুরু , আপনার #গান কিংবা #গায়কী নিয়ে প্রশংসা করার মতো পর্যাপ্ত ভাষা আমার জানা নেই … তার সাথে সাথে , ওই গান কিংবা আপনাকে বিশ্লেষণ, করার মতো যোগ্যতাও আমার নাই … কিন্তু দীর্ঘদিন ধরে আপনার জীবনের পদক্ষেপ গুলা একটু পর্যবেক্ষন করে যা অনুধাবন করলাম , তাতে একটা কথাই বলতে হয় .. তা হচ্ছে ‘ইউ আর এ বর্ন লায়ন’। আপনি প্রজা হইতে শিখেন নাই ……. আপনি জন্মসূত্রেই একজন #সম্রাট ….

অনেকের মতে আপনি উদ্ভ্রান্ত একজন, খেয়ালী গায়েন , কিংবা #নগরবাউল …. কিন্তু আমি দেখি একটু অন্যভাবে। ‘ইউ আর নট ওনলি আ মিউজিশিয়ান, নট অনলি আ বাউল, র‌্যাদার ইউ আর আ মাল্টিটেলেন্টেড হিম্যান বিইং ক্রিয়েটেড বাই অলমাইটি আল্লাহ্’।

আপনার আপন বিচক্ষণতা , আপনার ক্রিয়েটিভিটি , আপনার বুদ্ধিদীপ্ত পথচলা , এবং আপনার যৌক্তিক গাম্ভীর্য মিলিয়ে ই আপনি একজন জেমস। ইন্ডাস্ট্রি তে অনেকেই অনেকের মুখাপেক্ষি …. কিন্তু আপনি.. একমাত্র যে #আল্লাহ সারা কারো মুখাপেক্ষই নন …

Manual7 Ad Code

আই স্ট্রংলি বিলিভ, ইফ ইউ উয়ের নট আ মিউজিশিয়ান, আপনি যেই ক্ষেত্রেই থাকতেন না কেন আপনি এরকমই সমুজ্জল থাকতেন।
যদি আপনি রাজনীতি করতেন তাহলে আপনি হয়তো হতেন কোনো #কিংবদন্তি _জাতীয় _নেতা, ইফ ইউ উয়ের আ সার্ভিস হোল্ডার, ইউ উড বি এনি সুপার ইনফ্লুয়েনশাল সিইও লাইক স্টিভ জবস। ইউ উড ডেফিনেটলি বি আ সুপার কর্পোরেট আইকন অর এনি টপ পজিশন হোল্ডার আফ বিসিএস ক্যাডার। হোয়াট এভার দা সেক্টর উড বি, ইউ উড বি ইউ, ইউ উড বি শাইনিং লাইক টুডে। কারণ সাধারণ ক্রিয়েটিভদের চিন্তা যেখানে শেষ হয় , আপনার টা ওখান থেকে শুরু হয় #গুরু…

অনেকেই হয়তো আপনার অনুকরণ অনুসরণ করি আমরা … আমরা কেউ লম্বা চুল রাখতে চাই , কেউ হয়তো আপনার মতো পাঞ্জাবি পড়তাম ছোট বেলায়.. কেউ হয়তো আপনার গান একটু গলা ভেঙে চুরে আপনার মতো করে গাওয়ার চেষ্টা করি … কিন্তু আমরা ভিতরে ভিতরে ঠিক ই জানি যে আপনি আপনিই #গুরু . আপনার গান উপভোগ করা যায় , আপনাকে অনুকরণ করা যায় , কিন্তু #আপনি হওয়া যায় না ….

“#MAHFUZ_ANAM_JAMES” , #JIM_MORRISON , #BOB_MARLEY , এরা একবারই জন্মায় …. এদের ক্ষেত্রে দ্বিতীয় বলে কিছু নেই …. এরা দুনিয়া তে একজন ই আসেন .

আপনার মতো হওয়ার বৃথা চেষ্টাও করিনা #গুরু .. চেষ্টা করি আপনার #শ্রেষ্ঠ_শিষ্য হওয়ার ………. কোনো স্বার্থ খুঁজিনা … ভালোবেসেই শুরু করসিলাম আপনার গান গাওয়া … ভালোবেসে কিসু করলে #গুরু রিটার্ন যা হয় তা স্বার্থের অনেক উর্ধে … যখন ছোট ছোট শোতে শো স্টপার হই শুধু আপনার গান গাওয়ার জন্য , ঐটার অনুভূতি ভাষায় বুঝানো সম্ভব না …..

Manual7 Ad Code

আমি কৃতঃজ্ঞ চিত্তে স্বীকার করি , বছরের কিছু কিছু দিন হলে ও আপনার গান মানুষকে গাইয়া শুনাইয়া আমার রান্না ঘরে আগুন জলে …

আমি স্বীকার করি আমার জীবন আসলেই এত রঙিন হইতো না … যদি আপনার গান এ ছেলেবেলায় মুগ্ধ না হইতাম …. এজন্যই আপনার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসার শেষ নাই ….

কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ তো আমাদের কম #গুরু . আপনি আমার #গায়েবানা_গুরু .. আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভালোবাসা জানানোর চে বেশি কিছু করার সামর্থ আমার নাই …

Manual5 Ad Code

তবে যদি কখনো এমন হয় যে কোনো ঘর বা কোনো শহরে শুধু আমি আর আপনি , আজরাইল আসছে একটা জান নিতে .. তখন আজরাইল কে অনুরোধ করতে পারি , যে #গুরুরটা না .. আমার জান টা নেন … আর আমার আয়ুটা গুরুর আয়ুতে যোগ করে দেন .. দুই একটা আদনান আশিফ না থাকলে কিছু আসবে যাবেনা .. কিন্তু আপনি না থাকলে তো বাংলাদেশ এ চিরদিন এর অমাবশ্যা লেগে যাবে #গুরু … কারণ আপনার গান আপনি ছাড়া গাওয়ার মতো দ্বিতীয় কারো তো জন্ম হয় নাই…

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..