সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি কিশোরীকে দুই বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট আইনে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ওই চার কিশোরীকে হস্তান্তর করে।
ইমিগ্রশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে বাংলাদেশি একটি এনজিও সংস্থার হাতে তুলে দিয়েছেন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত আসারা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার অন্তরা (১৫), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নাসিমা আক্তার সনিয়া ওরফে তানিয়া (১৭), যশোরের কোতোয়ালি সদরের লিমা খাতুন (১৮) ও সাতক্ষীরার সদর এলাকার জেসমিন (১৫)।
জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার আব্দুল মুহিত জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যান। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে মুম্বাইয়ের দেবনার শেল্টার হোম তাদেরকে ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট আইনে তারা দেশে ফেরত আনে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিন কিশোরীদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd