সিলেটের বিপলুর গোলে বাংলাদেশের জয়

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৮

সিলেটের বিপলুর গোলে বাংলাদেশের জয়

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা লাওসকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে একমাত্র জয় সূচক গোল করেন সিলেটের লোকাল হিরো মিড ফিল্ডার বিপলু আহমদ।

এদিকে সিলেটে জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এক প্রকার স্বস্তি পেয়েছে। দর্শক দিক দিয়ে বাংলাদেশ ফুটবল দল সব সময় সমর্থন পেলেও সিলেটে তাদের সাফল্যের হার কম ছিলো। কারণ এর আগে ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরে নিজেদের প্রথম ম্যাচে হারে তারা এই সিলেটেই।তাই এই ম্যাচ নিয়ে বাংলাদেশের এক প্রকার চিন্তা ছিলো।

ম্যাচে বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েছে। তবে সেই অনুযায়ী বাংলাদেশ বেশী স্কোর করতে পারেনি। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জেমি ডে জানান, ম্যাচে আমাদের অনেক সুযোগ ছিলো বেশী গোল করার। আমরা অনেক সুযোগ মিস করেছি। তারপরও ম্যাচে জয় আমাদের বড় প্রাপ্য। টুর্নামেন্ট বাকি পথে আমরা আমাদেও এই সাফল্য ধওে রাখতে চাই।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে লাওসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। প্রধমার্ধের খেলায় বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ পায়। তবে সে সুযোগ গুলো বাংলাদেশ তেমন কাজে লাগাতে পারেনি।
ম্যাচের প্রথম মিনিটে বাংলাদেশের সামনে সুযোগ আসে ।মিড ফিল্ডার বিপ্লব আহমদ পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকে পড়েন । তবে তার সে চেষ্টা ব্যর্থ হয়।

ম্যাচের ১০ মিনিটে আবার আক্রমণে যায় বাংলাদেশ। ফরোয়ার্ড জীবন বাম প্রান্ত থেকে গোল পোস্ট লক্ষ্য করে শট করেন। তবে লাওসের গোলকিপার সায়মানোলিয়া তা প্রতিহত করেন।

১৩ মিনিটে কর্ণার পায় বাংলাদেশ।তবে ওয়ালি ফয়সলের কর্ণার কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশের খেলোযাড়েরা।

১৫ মিনিটে বামপ্রান্ত থেকে আক্রমণে যায় লাওস। বামপ্রান্ত থেকে চানথাফোনি বাড়িয়ে দেওয়া বলে বোনথাবি হেড করেন।তবে বাংলাদেমেল গোল কিপার আশরাফুল রানা তা প্রতিহত করেন।

Manual7 Ad Code

১৭ মিনিটে আবারও আক্রমণে যায় লাওস। তবে বোনথাবি আফসাইডের বেড়া জালে পড়েন।

২৪মিনিটে মাসুক মিয়া জনি ম্যাচের সব চেয়ে বড় সুযোগ পান ।জটলা থেকে বল পেয়ে অচমকা শট করেন তিনি। তবে গোল কিপারের দক্ষতায় সেটি বিফলে যায়।

Manual7 Ad Code

২৮মিনিটে বাংলাদেশকে আবারও হতাশ করেন ফরোয়ার্ড জীবন । ডানপ্রান্ত থেকে গোল পোস্ট লক্ষ্য করে শট করেন। গোল কিপার এক প্রান্তে ঝাপিয়ে পড়ে বাংলাদেশকে গোল বহ্চিত করেন।

৩৩ মিনিটে লাওস আক্রমণে যায় ।বোনথাবি নেওয়া শটটি গোল কিপার রানা প্রতিহত করেন।

৩৫ মিনিটে লাওসের মিডফিল্ডার বোনপাচান বল নিয়ে ঢুকে পড়েন বাংলাদেশের বিপদ সীমায়। পেনাল্টি কক্সে ঢুকে তিনি কাজের কাজ কিছু করতে পারেননি।

গোল শূণ্য সমতা নিয়ে বিরতিতে যায় বাংরাদেশ ও লাওস।

বিরতি থেকে ফিরে বাংলাদেশ আরও বেশী আক্রমনাত্মক হয়ে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বাংরাদেশের স্ট্রাইকার মাহমুবুর রহমান বল নিয়ে ঢুকে পড়েন লাওসের বিপদ সীমায়। তবে তার নেওয়া শটেটি লক্ষ্য ভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে পেলান্টি বক্সে ঢুকে পড়েন বাংলাদেশের ফরোয়ার্ড জামার ভ’ঁইয়া।

ম্যাচে বাংলাদেশের সবচেয়ে প্রত্যাশিত মুহূর্ত দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে। পেলাল্টি বক্সে জটলা থেকে শট করেন জীবন তবে কার শটটি গোলকিপারের হাতে লেগে ফিরে আসে। এরপর আবারও বল পেয়ে শট করেন মাহমুবুর রহমান । তার শটটিও প্রতিহত হলে আবারও শট করেন জীবন। সব শেষে সিলেটের লোকাল হিরো বিপলুর শটে বল গোল লাইন অতিক্রম করে।

১-০ গোলে এগিযে থেকে বাংলাদেশ আরও বেশী ধার বাড়িয়ে খেলতে থাকে।কারণ সিলেটে বাংলাদেশের সাফল্যও হার খুব কম। তাই কোন ধলণের সুযোগ দিতে চায়নি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটে লাওস সেটপিছ ও কর্ণার পায় তবে সেখান থেকে লাওস কোন গোল আদায় করতে পারেনি।

Manual6 Ad Code

ম্যাচের শেষ ৫ মিনিট আগে বাংলাদেশ লিড বাড়িয়ে নিতে পারতো । বাংলাদেশের সীমানা থেকে বল পেয়ে লাওসের সীমানায় নিয়ে যায় বাংলাদেশের বদলী খেলোয়াড় ইব্রাহিম। তবে লাওসের সীমানায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে না।

এদিকে এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। এতে সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।

Manual3 Ad Code

এদিকে দীর্ঘ দিন পর বাংলাদেশ দ্বিতীয় হোম ভেন্যু খ্যাত সিলেটে জমকালো ফুটবল আসর বলে দর্শকদের মনে বাড়তি আগ্রহ ছিলো। সিলেটে দ্বিতীয়বারের মত করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আসর হচ্ছে।তাই স্বাভাবিক ভাবে দর্শকদের মনে বাড়তি উন্মাদনা কাজ করছে।মাঠে বসে খেলা দেখতে পারবে তারা দেশি বিদেশী ফুটবলারদের পায়ের যাদু । বাংলাদেশের পে¬য়ারদেরকে অনুপ্রেরণা দিতে দর্শকেরা  প্লে-কার্ড,ব্যানার ও ফেস্টুন নিয়ে আসেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপে আগের চার আসরে বাংলাদেশের সেরা সাফল্য একবার ফাইনাল খেলা। এবারের পঞ্চম আসরে অবশ্য এত বড় উচ্চাকাক্সক্ষা নেই। কারণ বাস্তবতা হচ্ছে অংশ নেয়া দলগুলোর সবগুলোই ফিফা র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজের দেশের চেয়ে এগিয়ে। তবে এবার তুলনামূলক সহজ গ্রুপে পড়ায় নকআউট পর্ব অর্থাৎ সেমিফাইনালে খেলার স্বপ্ন বুনছে বাংলাদেশ। ৬ জাতির এই আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ফিলিপিন্স ও লাওস। আর গ্রুপ ‘এ’তে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল, তাজিকিস্তান ও ফিলিস্তিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..