কনে বাড়ি যাবার পথেই সড়কে বর সহ প্রাণ গেল ৬ জনের!

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

কনে বাড়ি যাবার পথেই সড়কে বর সহ প্রাণ গেল ৬ জনের!

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: বরযাত্রী নিয়ে কনে বাড়ি যাবার পথেই সড়কে প্রাণ গেল সুনামগঞ্জের দোয়রাবাজারের বর সহ নারী শিশু ৬ জনের। বৃহস্পতিবারের এ সড়ক দুর্ঘটনায় বরের বাড়ি-কনের বাড়ির উভয় এলাকাতেই শোকের ছায়া বিরাজ করছে।’

Manual3 Ad Code

বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর থানার গোয়ালাবাজারের বটেরতল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বরযাত্রীবাহি মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।
নিহতের মধ্যে ১ জন নারী , ১জন শিশু ও অপর ৪ জন পুরুষ রয়েছেন।

Manual8 Ad Code

নিহতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে বর আনসার আলী, বরের ভগ্নিপতি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামের সমুজ আলীর ছেলে মিরাস আলী, বরের মামাতো ভাই রবি মিয়ার ছেলে আনফর আলী, বরের চাচাতো ভাইয়ের স্ত্রী পারভীন আক্তার, ভাতিজি ঝুমা বেগম ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লাইয়ারকূল গ্রামের গাড়ি চালক আমির আলী।’ এ দুর্ঘটনায় আরো ৪জন গুরুতর আহত হয়েছেন।
আহতদেরকে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারীবারিক সুত্রে বৃহস্পতিবার রাতে জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মুিক্তরগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে বর আনসার আলী বরযাত্রী নিয়ে বেলা ২টায় বাড়ি থেকে মাইক্রো বাসযোগে থেকে বিয়ে করতে কনের বাড়ি নোয়াখালী যাবার পথে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারের বটেরতল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিকেলে পণ্যবাগি ট্রাকের সাথে মুখোমুিখ সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসে থাকা বর সহ ৬ জন ঘটনাস্থলেই নিহত হন।

Manual7 Ad Code

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সুন্দর মিয়া যুগান্তরকে জানান, একটি গাড়িকে সাইট দিতে গিয়ে মাইক্রোবাসটি সড়কের পার্শ্বে চলে গিয়ে ফের সড়কে উঠতে গেলেই দ্রতগতিতে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহি ট্রাকটি বরযাত্রীবাহি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে উল্টে যায় এবং এতে মাইক্রোবাসও ধুমরে মুছড়ে গেলে ভেতরে থাকা থাকা যাত্রীরা হতাহত হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটের ওসমানীনগর থানার (ওসি) আলি মাহ্মুদ বলেন, দুর্ঘটনায় আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার তৎপরতা চালাই।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..