সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: নারী কর্মচারী বলে কথা। রূপ যৌলুসের কারণে তার সবকিছুই দেখা হতে ক্ষমা সুন্দর দৃষ্টিতপ। তাই আত্মসাত করেতেন কাড়ি কাড়ি টাকা। অবশেষে বন্দী হয়েছেন বেরসিক পুলিশের খাচায়। আর তিনি হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নারী কর্মচারী ফাহিমা আক্তার।
টাকা আত্মসাৎ মামলায় রবিবার রাতে সিলেট মহানগরের দরগাহ গেইট এলাকা থেকে কোতোয়ালি থানাপুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার (২৬ মে) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্যগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক।
জানা গেছে, ফাহিমা আক্তার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক (টিকা দানকারী) ছিলেন। সেই সুযোগে স্বাস্থ্য বিভাগের নামে আত্মসাত করেছেন লাখ লাখ টাকা। পরে তার বিরুদ্ধে মামলা হলে তিনি ছিলেন পলাতক। তাই তাকে গ্রেফতার করে পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে ফাহিমা এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। দুই স্বামীকে ছেড়ে সম্প্রতি নগরের দক্ষিণ সূরমার কদমতলি এলাকার এক আমেরিকা প্রবাসীকে বিয়ে করেন। ফাহিমা আক্তারের বাবার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd