সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মাটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতি আমাদেরকে ধরে রাখতে হবে। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষ সুখ-দুঃখে সকলের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবো। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জৈন্তাপুর উপজেলায় হেমু পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এছাড়া তিনি বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, যুগ্ম আহবায়ক আলী হায়দর সায়মন, সদস্য জয়নাল, শামিম, আরিফ ইকবাল, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুগ্ম আহবায়ক আব্দুল মুত্তালিব, আদনান, বদরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য নাদিম, মাহফুজ, শাহজালাল কলেজ ছাত্রদলের আহবায়ক শফিউল, সিনিয়র যুগ্ম আহবায়ক নাইম, সদস্য সচিব সাহেল, যুগ্ম আহবায়ক সাহান, মুক্তিযুদ্ধ দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার, শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, বিএনপি নেতা কাশিম আলী ও ইমানি প্রমুখ।
এছাড়া এসময় জৈন্তাপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Sharing is caring!
S | S | M | T | W | T | F |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
………………………..
Design and developed by best-bd