গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান নজরুল আত্মগোপনে, ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান নজরুল আত্মগোপনে, ভোগান্তিতে এলাকাবাসী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামীলীগ সরকারের পতনের পর কোনো খোঁজ-খবর নেই সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের। তিনি কোথায় আছেন, সঠিক ঠিকানাও কেউ জানে না। এমতাবস্থায় বিভিন্ন মামলা থাকায় তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে ইউনিয়নবাসী সকল ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

নাগরিক সকল সুবিধার কথা চিন্তা করে ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৯জন ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যাগন একত্রিত হয়ে জরুরী ভিত্তিতে একজন প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে বুধবার (১৪ মে) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেছেন।

Manual2 Ad Code

উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদে প্রশাসক না থাকায় নাগরিক সনদ, জন্ম সনদ, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সেবা নিতে আসা নাগরিকরা দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সেবা প্রত্যাশীদের সময়মতো কাঙ্ক্ষিত সেবা দিতে না পারায় নাগরিকদের বিভিন্ন ধরনের কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন পরিষদের দায়িত্ব পালনকারী সচিব ও অন্যান্য কর্মচারীরা। এ অবস্থায় সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, আলীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. সফর আলী,২নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম, ৯নং ওয়ার্ড সদস্য মুমিনুর রশিদ ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কৃঞ্চা রাণী, হাজিরা বেগম, আজির উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, দীর্ঘদিন থেকে এ ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় জনসাধারণের ভোগান্তি হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য/সদস্যাগন সাধারণ মানুষের দুর্ভোগ লাগবের কথা চিন্তা করে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারক লিপি দিয়েছেন। বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিগিরিই এর বিহিত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2025
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..