গোয়াইনঘাটে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি গুলজার আহমেদ হেলালের

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

গোয়াইনঘাটে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি গুলজার আহমেদ হেলালের

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১৩ মে) দুপুরে উপজেলার জাফলং ও বালির হাওর এলাকায় নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে পৃথক ভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

নদী ও পরিবেশ বাচাও আন্দোলনের গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বৃহত্তর জৈন্তা উন্নয়ন পরিষদের কেন্দ্র সদস্য সচিব মোহাম্মদ গুলজার আহমেদ হেলাল বলেন, প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং, বাংলা বাজার, বালির হাওরসহ বিভিন্ন নদী থেকে অপরিকল্পিতভাবে অবৈধপন্থায় যন্ত্র দানব দিয়ে বালু ও পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে। এই ধ্বংসলীলার মাধ্যমে চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

Manual1 Ad Code

ইজারা বহির্ভূতভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবৈধভাবে মজুদ ও বিক্রি করায় নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনের দেখা দিয়েছে। এতে করে আসন্ন বন্যায় নদী গর্ভে বাড়িঘর সহ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কায় দিন পার করছে তীরবর্তী এলাকার মানুষ। তাদের এসব কার্যক্রমের প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

Manual8 Ad Code

এ সময় বক্তারা অনতিবিলম্বে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার সিনিয়র যগ্ম আহ্বয়ক আজাদ আহমদ, যুগ্ম আহ্বয়ক মামুনুর রশিদ মুন্না, সংগঠক জাবেল আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2025
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..