সিলেট ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৫
ক্রাইম সিলেট ডেস্ক :: নয়া দামান গানের মাধ্যমে সিলেটের ছতকের গ্রাম থেকে উটে আসা শিল্পী তসিবা বেগম। দিন দিন তিনি মর্ডান হয়ে উটতেছেন।
অনেক সময় তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। বর্তমানে ও তিনি আলোচনার তুঙ্গে। ইদানিং তসিবা তার নিজস্ব ইউটিউব চ্যানেলে দিয়ানা নামে একটি গান রিলিজ করেছেন। সেই গানে তিনি পশ্চিমা দেশের ড্রেস পরিধান করে মডেলিং করেছেন।
সিলেটের জন সাধারন তার এই খোলা মেলা পোশাক পছন্দ করেননি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন। এই আলোচনার মধ্যে তিনি ঘি ডেলে দিলেন। সিলেটবাসিকে হারপিক দিয়ে মুখ পরিস্কার কথা বলেন। এরপর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি সমালোচনা হচ্ছে।
সিলেটের দর্শকরা তার পোশাক পছন্দ হয়নি আলোচনা করতেই পারে, তাই বলে তিনি হারপিক দিয়ে মুখ পরিস্কার করতে কেন বলবেন। তার মানে তিনি কাউকে পরোয়া করেন না। কিন্ত তসিবা বেগমের মনে থাকা উচিৎ যে দর্শকরা উপরে উটাতে পারে সেই দর্শকরা আবার টেনে নামাতে পারে।
তসিবার উচিৎ এখন সিলেট বাসির কাছে ক্ষমা চাওয়া। অন্যতায় সিলেটবাসী তাকে বয়কট করবে। সিলেটে কোন অ-শ্লীলতার জায়গা নাই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd