গোয়াইনঘাটে ইজারাকৃত বালু মহালের নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

গোয়াইনঘাটে ইজারাকৃত বালু মহালের নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগ

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ইজারাকৃত বালু মহালের বালু বহনকারী নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

অভিযোগ করে বালু মহালের ইজারাদার সুবাস দাস বলেন, গত ২৯/০৪/২০২৪ তারিখে ০৫.৪৬.৯১০০.০০৮.৫২.০০৫.২১.৬৭৪ ও ০৫.৪৬.৯১০০.০০৮.৫২.০৪৮.২০.৬৭৩ স্মারকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সরকারি ইজারার মাধ্যমে সারী নদী বালু মহাল ০১ পাঁচ সেউতি গং ও লেংগুড়া বালু মহাল ভ্যাট আয়করসহ ১,৩১,৯০০০০(এক কোটি একত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যে পরিশোধ করে ইজারা গ্রহণ করি।

Manual3 Ad Code

ইজারা গ্রহণের পর থেকেই দেশে চলমান আন্দোলনের ফলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। চাঁদাবাজরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কোন ভাবেই মূলধন উঠানো সম্ভব নয়। তাই লোকসান হবে অর্ধ কোটির মতো।

ইজারাদার সুবাস দাস আরো বলেন, যথারীতি ইজারাকৃত বালু মহাল থেকে বালু উত্তোলন হচ্ছে। কিন্তু বৈধ বালু মহালের বালু বহনকারী নৌকা গোয়াইনঘাট উপজেলা সদরের কাছে গেলে একদল চাঁদাবাজ চাঁদা নিতে নৌকা গুলো আটকে দেয়।

Manual1 Ad Code

সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়াইনঘাট, সহকারি কমিশনার ভূমি গোয়াইনঘাট এর কাছে জোর দাবি করে বলেন, তদন্ত পূর্বক চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আমার বৈধ বালু ভর্তি নৌকা গুলো ছাড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

Manual1 Ad Code

জানা যায় গতকাল ২১ সেপ্টেম্বর গোয়াইনঘাট সদর এলাকা গোয়াইন নদীতে বালু ভর্তি নৌকাগুলো গেলে কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজ নৌকা আটকে দেয়।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..