বিশ্বনাথে তালামীয নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলায় আহত ৩

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪

বিশ্বনাথে তালামীয নেতার বাড়ীতে দুর্বৃত্তদের হামলায় আহত ৩

বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পরপরই সিলেটের বিশ্বনাথ পৌর শহরের চৌধুরীগাঁও গ্রামে আওয়ামীলীগ সহযোগি সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান’র বাড়িতে বিএনপি ও জামায়াতে ইসলাম’র কিছু দুর্বৃত্তদের হামলায় ভাঙচুর ও লুটপাটের ঘটনাটি ঘটেছে।

সোমবার (৬ আগস্ট) দুপুর ৩টার পর থেকে এসব ভাঙচুর শুরু হয়।

এঘটনায় আহতরা হলেন- উপজেলার চৌধুরীগাঁও গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে আব্দুল আহাদ(৬০), আব্দুল ছত্তার (৫০), আব্দুল আহাদের ছেলে আল-আমিন(১৮)।

এসময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুল আহাদ গুরুতর আহত হওয়ার কারণে চিকিৎসার জন্য সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়।

এবিষয়ে আব্দুল ছত্তার বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর আমাদের এলাকার বিএনপি ও জামায়াতে ইসলাম’র কিছু দুর্বৃত্তরা হঠাৎ করে আমাদের বাড়িতে হামলা চালায় এতে আমিসহ আমরা তিন জন আহত হই। এবং আমাদের বসতঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। আমার ভাই বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসানকে বাড়িতে না-পেয়ে আমাদেরকে বিএনপি ও জামায়াতে ইসলাম’র কিছু দুর্বৃত্তরা হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনাটি ঘঠিছে।

এদিকে বিক্ষোভকারীদের হামলা-ভাঙচুর অব্যাহত থাকায় সন্ধ্যার পর থেকে এলাকার সব মসজিদে মাইকিং করা হচ্ছে। এতে বলা হচ্ছে-হিন্দু-মুসলিম ও খ্রিস্টান সবাই ভাই ভাই। কেউ যাতে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর না করেন। এছাড়া সন্তানদের বাসা-বাড়িতে রাখতে মা-বাবাদের প্রতি অনুরোধ জানানো হয়।

 

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..