বিশ্বনাথে মাওলানা আবু তায়্যিব সৎপুরীর জানাযা সম্পন্ন 

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

বিশ্বনাথে মাওলানা আবু তায়্যিব সৎপুরীর জানাযা সম্পন্ন 

Manual1 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন ও মুফাস্সিরে কুরআন মাওলানা আবু তায়্যিব সৎপুরী দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মরহুমের জানাযায় শোকার্ত জনতার ঢল নামে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানের মাওলানা আবু তায়্যিব সৎপুরীকে চির নিদ্রায় শায়িত করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা ৭ মিনিটের সময় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৩ দিন ওই হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে ছিলেন।
হাজার হাজার শোকার্ত জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত মাওলানা আবু তায়্যিব সৎপুরীর জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা খালেদ সাইফুল্লাহ। জানাযা শেষে দুআ পরিচালনা করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সুনামগঞ্জ জেলা আমীর তোফায়েল আহমদ খান, ইসলামী চিন্তাবিদ ও গবেষক আল্লামা শায়খ ইসহাক আল মাদানী,
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গবিন্ধগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ আব্দুস সালাম আল মাদানী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদি, ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
মাওলানা আবু তায়্যিব সৎপুরী বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের ঐতিহ্যবাহী পীরবাড়িতে জন্ম গ্রহণ করেন। দেশের পুরাতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলিয়া মাদরাসার মেধাবী ছাত্র ছিলেন। কর্মজীবনে সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার অধ্যক্ষ ও সৎপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট শহরের শাহচট জামে মসজিদের খতীব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
আবু তায়্যিব সৎপুরী ছিলেন বহুগ্রন্থ প্রণেতা, কুরআন ও হাদিসের জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানে গুণান্বিত একজন মহৎপ্রাণ মানুষ এবং প্রচার বিমুখ ব্যক্তিত্ব। বাংলাদেশের বিভিন্ন জেলায় সহজ ও সাবলীল ভাষায় তাঁর আলোচনা তথা কুরআনের তাফসির বিপুল মানুষকে মুগ্ধ ও অনপ্রাণিত করেছে। অসংখ্য মানুষ তার কাছ থেকে জীবনের প্রকৃত দিক নির্দেশনা পেয়েছেন। মৃত্যুকালে মাওলানা আবু তায়্যিব সৎপুরীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..