সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড় থেকে একব্যাক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তার দেহ পচে গেছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার সকাল ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, বরইকান্দির টেকনিক্যাল রোডের এক রাইস মিলের সামনে নদীর পাড়ে লাশটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের পাশাপাশি পিবিআইর একটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ শুরু হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd