জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি: বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার বিক্ষোভ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২২

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি: বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার বিক্ষোভ

Manual3 Ad Code

বিজ্ঞপ্তি: জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে ৬ আগস্ট শনিবার বিকেল ৫ টায় নগরীর সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে এবং সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয়ের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য এডভোকেট রনেন সরকার রনি, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার সদস্য সাজিদুর রহমান সাইদুল, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক লক্ষ্মী পাল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সভাপতি বিশ্বজিৎ শীল প্রমুখ।

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা বলেন সম্পূর্ণ অযৌক্তিক ভাবে জ্বালানি তেলের দাম লিটারে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে ভয়াবহ সংকট সৃষ্টি করবে। প্রায় আট মাস আগে ২০২১ সালের নভেম্বরে সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে ছিলো। এর প্রভাবে তখন পরিবহনের ভাড়া সহ সকল নিত্যপণ্যের দামও বেড়েছিলো। প্রতিবার মূল্য বৃদ্ধির কারণ হিসেবে সরকার বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির অজুহাত সামনে নিয়ে আসে, অথচ বর্তমানে বিশ্ববাজারে ব্যারেল প্রতি ডিজেলের দাম ১৭০ ডলার থেকে ১৩০ ডলারে নেমেছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ১০০ ডলারে এসেছে। ফলে এ সময় বিশ্ববাজারে দামবৃদ্ধির অজুহাত দেখানোর কোনো সুযোগ সরকারের নেই। বিশ্ববাজারে যখন তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিলো, তখন সরকার দেশে দাম না কমিয়ে ২০১৪-২০২১ এ সাত বছরে ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছিলো।

Manual8 Ad Code

বক্তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, পূঁজিপতিদের স্বার্থরক্ষাকারী সিদ্ধান্ত এবং দুঃশাসনের ফলে দেশের অর্থনীতি এখন বিপর্যস্ত। এমন পরিস্থিতির দায় জনগণের ঘাড়ে চাপানোর জন্য সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। বক্তারা রাষ্ট্রীয় এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ক্রাইম সিলেট/রায়হান

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..