সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক: সফেন ফাউন্ডেশন ও দৈনিক বাংলাদেশ সমাচার কর্তৃক আয়োজিত ” সাংবাদিকতার শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন” শীর্ষ দিনব্যাপী কর্মসূচিতে সনদপত্র পেলেন সিলেটের এক তরুণ সাংবাদিক।
গত শনিবার (১৮ই জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতার শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন” শীর্ষ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে সমগ্রহ বাংলাদেশ হইতে সর্বমোট ৫০ জন পেশাদার তরুণ সাংবাদিকে পেশাগত দক্ষতার জন্য নির্বাচিত করা হয়।
তাদেরমধ্যে সিলেট জেলা থেকে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ রায়হান হোসেন নির্বাচিত হন।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে উনার হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এস,এম মাহফুজুল হক। বাংলাদেশ (অব.) পুলিশের অতিরিক্ত ডিআইজি, সফেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, ডেইলি বাংলাদেশ ডায়রি পত্রিকার উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া ভূঁইয়া। সফেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সভাপতি, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক ডা. অনিশ কুমার সরকার। সফেন ফাউন্ডেশনের পরিচালক, আইএসআইসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রকিবুল ইসলাম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শাহ জহির রায়হান। সফেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, প্রকাশক, বহুমুখী শিল্পস্রষ্টা ডা. খান আসাদুজ্জামান প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd