সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ইনডাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১টায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ ২০২১-২২ এর উদ্যোগে হাসপাতালের আউটডোর ভবনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৯৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি ও ভায়রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ময়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেওয়ান আলী হাসান চৌধুরী, গাইনী এন্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরিন আক্তার, শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক, হাসপাতালের উপ পরিচালক ডা. আবদুল গফ্ফার, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, চিকিসক ও আবাসিক সার্জনরা।
ইন্টার্ন চিকিৎসক পরিষদ ২০২১-২২ এর সাধারণ সম্পাদক ডা. সাফওয়ান মুনতাকিম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি ডা. মো. সাইফুল ইসলাম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd