সিলেটে প্রতারক চক্রের মহিলা সদস্য আটক

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

সিলেটে প্রতারক চক্রের মহিলা সদস্য আটক

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে প্রতারক চক্রের এক মহিলা সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) নগরীর আলমপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক ভাবে তার আসল নাম ও পরিচয় পাওয়া জানা যায়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম।

জানা যায়, বাসা ভাড়া নেওয়ার কথা বলে নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাও এলাকার বাসিন্দা কুদরত উল্লাহর স্ত্রী রুবি বেগম (৩৫) বিয়ানীবাজার উপজেলার আজির মিয়ার সিলেট নগরীর আলমপুরের বাসায় ঢুকে। এর এক পর্যায়ে সুযোগ বুঝে সে ওই বাসা থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসেন।

এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম জানান, এ বিষয়ে রাহুল মিয়া বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..