সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২১
ছাতক সংবাদদাতা :: ছাতকে নোয়ারাই ইউনিয়নের বেতুরা-আছদ নগর গ্রামে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় ছাতক থানায় একটি মামলা (নং-২৭,তাং-২৪মে/২১) দায়ের করা হয়েছে। তবে মামলার আসামিরা এখনও অধরা।
ভিকটিমের মা বাদী হয়ে বেতুরা-আছদ নগর গ্রামের আব্দুর রহিমের পুত্র জুনায়েদ আহমদ রুবেল, নাজমুল ইসলাম, নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৮মে) রাতে উপজেলার বেতুরা-আছদ নগর গ্রামের ভিকটিমের বসতঘরে একই গ্রামের আব্দুর রহিমের পুত্র জুনায়েদ আহমদ রুবেল বসতঘরে ঢুকে বাদিনীর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় বাদিনী চিৎকার দিলে বাড়ির লোকসহ আশপাশের লোকজন এসে তাকে আটক করে।
বিষয়টি জানাজানি হলে ঘটনার প্রায় এক ঘন্টা পর জুনায়েদ আহমদ রুবেলের ভাই সহ স্বজনরা বাদিনীর বসতঘরে হামলা চালিয়ে জুনায়েদ আহমদ রুবেলকে উদ্ধার করে নিয়ে যায়।
এসময় হামলাকারীরা ভিকটিম ও তার বাবা-মা-ভাইকে পিটিয়ে মারাত্মক আহত করে। রাতেই আহতদেরকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১১মে) ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মামলা দায়েরের বিষয়টি ও নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd