সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর পয়েন্টে কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ কে পিঠিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৫মে) দুপুর সাড়ে ১২টায় এ হত্যাকান্ডের প্রতিবাদে বঙ্গবীর পয়েন্টে স্থানীয় এলাকাবাসীর উদ্দ্যেগে আয়োজিত মানববন্ধনে। ঘটনার সাথে সরাসরি জড়িত আটক ৩জনসহ এজহার নমীও পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকার সচেতসমহল।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিহত কামাল উদ্দীনের ছোট ভাই মাষ্টার মোঃ গিয়াস উদ্দিন, নিহত কামাল উদ্দীনের স্ত্রী, বর্তমান মেম্বার আব্দুল হাকিম (রুস্থমপুর ইউ/পি ৯নং ওয়ার্ড) হেলাল আহমদ, জসিম উদ্দীন, আলী আহমদ, রুবেল আহমদ, জয়নুল আহমদ, আব্দুল হামিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
স্থানীয় সূত্রে জানাযায়, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় ৭ঘঠিকার সময় সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রæতার জের ধরে কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিম ছেলে কামাল উদ্দিন (৫০) কে বঙ্গবীর পয়েন্টে অবস্থিত চান মিয়ার দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে বিকটিম খালেদের দোকানের সামনে থাকা বরই গাছে হাত-পা বেধেঁ দেশীও অস্ত্রসস্ত্র, ক্রীস, রুইল, রড সোলফি দিয়ে অনবরত মারদর করে। পরে বুকের মধ্যে এলোপাতাড়ি লাতি দিয়ে মাঠিতে ফেলে এবং গলায় গামছা পেছিয়ে টানা হেছড়া করে মৃত নিশ্চিত করে। কামাল উদ্দিন’র আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে একই গ্রামের আব্দুল্লাহ মিয়া, মস্থফা মিয়া, দুলাল মিয়া, আবুল হাসানাত, নাজিম কামরান, ইমরান আহমদ, শামীম আহমদ, গোলাম রব্বানী নীলু, ফারুক আহমদ (কালা), আনোয়ার হোসেন, সাকের পেকের খাল গ্রামের কামাল হোসেন, সুলেমান মিয়া, রইছ আলী, ছয়ফুল আলম, মাসুম ,তোতা মিয়া, মাসুক আহমদ, খালেদ আহমদ, রাজিবসহ আরোও কয়েকজন জন লোক পরিকল্পিত এ হামলা চালায় এতে ঘটনাস্থলেই কামাল উদ্দিন নিহত হন।
এ ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কামাল উদ্দিনকে মৃত ঘোষণার খবর এলাকায় চাউর হলে। তাৎক্ষনিক পুলিশ ৩জনকে গ্রেফতার করলে অপরাপর এজহার নমীও আসামিরা পলাতক রয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ’র সাথে যোগাযোগ হলে তিনি বলেন, নিহত কামাল উদ্দিন’র ঘটনায় থানা পুলিশ ৩জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপরাপরদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিশেষ টিম নিরলসভাবে কাজ করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd