মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার জন্যই এলাকার জনসাধারণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। মানুষের পবিত্র আমানত রক্ষা করে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের গ্রহন করা সকল প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বুধবার (২৬মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিশ্বনাথে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন উপজেলার বিভিন্ন এলাকার ৫টি সড়কের সংস্কার কাজের পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে একথাগুলো বলেন।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার।
উদ্বোধনকৃত সড়কগুলো হল- প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার রামপাশা-রাজাগঞ্জ-উত্তর বিশ্বনাথ-লামাকাজী ইউপি সড়ক (২ কিলোমিটার), প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বৈরাগীবাজার জিসি-দৌলতপুর ইউপি ভায়া জগদীশপুর সড়ক (৫৫০ মিটার), প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে গুলচন্দ বাজার-ভূরকি বাজার-বাংলাবাজার সড়ক (২ কিলোমিটার), প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে দশঘর ইউপি-লহরী-মাছুখালি বাজার সড়ক (২ কিলোমিটার), প্রায় ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে বাগিছা বাজার-কজাকাবাদ সড়ক (প্রায় ৩ কিলোমিটার)।
অনুষ্ঠানগুলোতে এমপি মোকাব্বির খানের সাথে পৃথক স্থানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন, ফখরুল ইসলাম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী প্রদিপ চন্দ্র দেবনাথ, রহিদুল ইসলাম (রাজস্ব), উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম হোসেন, দেওকলস ইউনিয়ন পরিষদের মেম্বার বাবুল মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার পাবেল সামাদ, জুবেল আহমদ, মুহিত চৌধুরী, নূর আলী, সাবুল আহমদ, তেলিকোনা এলাহাবাদ আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মখলিছুর রহমান, শিক্ষক মাওলানা হরমুজ আলী, আলতাফুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের প্রমুখসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।