সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে ২ লক্ষ ৫২ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
সোমবার ভোর ৫ টার দিকে বর্ণি কান্দিবাড়ি এলাকা থেকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম নজরুল এর সাড়াশি অভিযানে এস আই অনিক বড়ুয়া ও এস আই এমরানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা যায়, বর্ণি মেইন রোডে টহলরত থাকা অবস্থায় একটি পিকআপ দেখে তাদের সন্দেহ আসে। সাথে সাথে তারা চ্যালেঞ্জ ছুড়লে গাড়ি নিয়ে পালিয়ে গিয়ে বর্ণি গ্রামের রাস্তা দিয়ে ঢুকে। একপর্যায়ে পুলিশ তাদের দাওয়া করলে কোন উপায় না পেয়ে গাড়ি রেখে সাথে থাকা লোকসহ ড্রাইবার পালিয়ে যায়। পরে পিকআপ ভর্তি ভারতীয় নাছির বিড়ি আটক করে পুলিশ। গাড়িতে দুই লক্ষ ৫২ হাজার টাকার মালা মাল রয়েছে বলে জানা যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল সত্যতা স্বীকার করে বলেন, একটি পিকআপ সহ দুই লক্ষ ৫২ হাজার টাকার ভারতীয় নাছির বিড়ি আটক করেন। এগুলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমা করা হয়েছে। তিনি আরো বলেন তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd