গোয়াইনঘাটে আ’লীগ নেতার বিরুদ্ধে ৫ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২১

গোয়াইনঘাটে আ’লীগ নেতার বিরুদ্ধে ৫ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পাশ থেকে পাঁচ লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউর রাহমান শাহেদের নেতৃত্বে ওই মহাসড়ক থেকে গাছ কাটা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

Manual4 Ad Code

শনিবার (১৫ মে) সরেজমিন গিয়ে দেখা যায়, গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আটলিহাই কবরস্থান এলাকা থেকে এসব গাছ কাটা হচ্ছে। এর আগে গত ৯ এপ্রিল সকাল থেকে শ্রমিক দিয়ে আওয়ামী লীগ নেতারা সরকারি রাস্তার গাছ কাটা শুরু করেন।

জানা গেছে, প্রায় ৫০ বছর আগে ওই সড়কটির পাশে সরকারিভাবে শতাধিক ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ লাগানো হয়। গাছগুলো এখন বেশ বড় হয়েছে। কিন্তু কোনো প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন আওয়ামী লীগ নেতারা। গত দুই সপ্তাহে অন্তত ২০টি গাছ কেটেছেন তারা।

Manual3 Ad Code

খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান গোয়াইনঘাট থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সিলেট সড়ক ও জনপথের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসম রাস্তার কাটা গাছ গুলো জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলাউর রাহমান শাহেদ বলেন, সরকারি সড়কের পাশে গাছগুলো আমি রোপণ করেছি। তাই এখন কেটে নেওয়া হচ্ছে। এতে দোষের কিছুতো দেখছি না। সড়কের পাশের জমিও আমার। আমার গাছ আমি কাটছি। তবে এই গাছ কাটতে সরকারি অনুমতি নেওয়া হয়নি।

Manual5 Ad Code

সিলেট সারী রেঞ্জের রেঞ্জার সাদ উদ্দিন জানান, গোয়াইনঘাট-সারীঘাট সড়কটির পাশে লাগানো গাছগুলো তার দপ্তরের নয়। তবে রাস্তার পাশের এসব গাছ সরকারি। তাই আওয়ামী লীগ নেতারা গাছগুলো এভাবে কাটতে পারেন না।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান জানান, সারি-গোয়াইনঘাট মহাসড়কের আটলিহাই নামক স্থান থেকে সরকারি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলেট সড়ক ও জনপথের কর্মকর্তাদের সহায়তায় গাছগুলো জব্দ করা হয়েছে। গাছগুলো সরকারি না ব্যক্তি মালিকানাধিন তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি হলে অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2021
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..