সিলেটে পুলিশের অভিযানে ডিপজল এর ‘সৌভাগ্য’ বন্ধ

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২১

সিলেটে পুলিশের অভিযানে ডিপজল এর ‘সৌভাগ্য’ বন্ধ

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিলেট নগরীর তালতলাস্থ নন্দিতা সিনেমা হল খুলে দর্শকদের ছায়াছবি দেখাচ্ছিলেন কর্তৃপক্ষ। করোনার ভয়াবহ পরিস্থিতি উপেক্ষা করে ডেকে ডেকে টিকেট বিক্রি করে মানুষকে হলের ভেতরে ঢুকিয়ে দেখানো হচ্ছিলো শো।

শুক্রবার (১৪ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে নন্দিতা সিনেমা হলটি বন্ধ করেছে পুলিশ। এতে সচেতন মহলের প্রশংসায় ভাসছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সেই সাথে বন্ধ হয়ে যায় ডিপজল এর ‘সৌভাগ্য’।

Manual1 Ad Code

এর আগে ঈদের দিন বেলা আড়াইটার দিকে নন্দিতা সিনেমা হলের সামনে গিয়ে দেখা যায়, হলের সামনে ডেকে ডেকে ডিপজল এর ‘সৌভাগ্য’ নামের বাংলা ছায়াছবির টিকিট বিক্রি করে দর্শকদের ভেতরে ঢুকানো হচ্ছে। এসময় টিকেট বিক্রিকারী ও দর্শকদের মধ্যে স্বাস্থ্যবিধির বালাই ছিলো না।

Manual4 Ad Code

টিকেট বিক্রিকারী একজন নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ‘ভাই, আমরা ছোট মানুষ। নিষেধ আর আইন বুঝি না। কর্তৃপক্ষ বলছে আজ হলে সিনেমা চলবে, টিকেট বিক্রি করতে হবে- তাই ডেকে ডেকে বিক্রি করছি।’

ঈদের পুরো দিনে পর্যায়ক্রমে তিনবার তিনটি শো চলবে বলে জানান ওই টিকেট বিক্রেতা। পরে অভিযান চালিয়ে নন্দিতা সিনেমা হলটি বন্ধ করে দেয় সিলেট মহানগর পুলিশের একটি দল।

Manual6 Ad Code

এর আগে শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, করোনা পরিস্থিতিতে বর্তমানে সিনেমা হল খোলা রাখায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা দ্রুত অ্যাকশনে যাচ্ছি।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2021
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..