সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মে ৭, ২০২১
ছাতক সংবাদদাতা :: ছাতকে সিএনজি অটোরিকশা যাত্রীদের কাছ থেকে আদায় করছে অতিরিক্ত ভাড়া, প্রত্যাহারের দাবী যাত্রীদের।মহামারী করোনা পরিস্থিতিতে দেশজুড়ে রয়েছে গণপরিবহন বন্ধ, স্থানীয় এলাকায় চলছে সিএনজি অটোরিকশা সরকারি নির্দেশনা হলো সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে।
১৪ থেকে ২১ এপ্রিল লকডাউনের মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ছাতক, জাউয়া ৩জন যাত্রী নিয়ে চালকরা আদায় করছে ৫০ টাকা, ২১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ও যাত্রীদের কাছ থেকে ৫০ টাকা আদায় করা হয়েছে।
বিভিন্ন সময়ে দেখা গেছে ৩ যাত্রী নিয়ে চালকরা আদায় করেছে ৫০ টাকা যাত্রীরাও দিয়েছে বর্তমানে প্রতিদিন চালক যাত্রীদের মধ্যে ভাড়া নিয়ে চলছে কথা কাটাকাটি কারন চালকরা ৫জন যাত্রী নিয়ে নিধারিত ৩০ টাকা ভাড়ার জায়গায় ৫০ টাকা দাবী করেন।
যাত্রীরা অপারগতা প্রকাশ করলে এ নিয়ে জামেলায় পড়তে হয়, বর্তমানে ৫ জন যাত্রী নিয়ে পূর্বের নিধারিত ভাড়া নিতে হাজার যাত্রীদের দাবী। এবিষয়ে সুনামগঞ্জ জেলা সিএনজি, অটোটেম্পু, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সু-দৃষ্টি কামনা করেছেন যাত্রীসহ সচেতন মহলের বিশিষ্টজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd