সিলেট ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর পাঠানটুলায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় রিপন মিয়া (৩২) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি পনিটুলা আবাসিক এলাকার আব্দুল আলীর ছেলে।
শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় পাঠানটুলা পল্লবী আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে- শনিবার সন্ধ্যার পর সাইদুল ইসলাম নামের এক সন্ত্রাসী পাঠানটুলা নিকুঞ্জ আবাসিক এলাকাস্থ একটি কলোনির জনৈক নারীকে মারধর করে। খবর শোনে ব্যবসায়ী রিপনসহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে সাইদুলকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাইদুল।
রাত দেড়টার দিকে রিপন মিয়া দোকান থেকে বাসায় ফেরার পথে পল্লবী আবাসিক এলাকায় পৌছলে সাইদুল ইসলাম ছুরি নিয়ে তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় চিৎকার শোনে স্থানীয়রা এগিয়ে আসলে সাইদুল পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে এসআই দেবাশিষের নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশ ও এসআই নিহারেন্দু দাশ এর নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের দুটি দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাইদুলকে আটক করে। সাইদুলের বাবা পেশায় ভ্যানচালক।
এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি নাজমুল হুদা খান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd