সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এনজিও সংস্থা আরডিআরএস এর অফিসের আলমারির বোল্ড ভেঙে টাকা চুরি করার অভিযোগে উপজেলা যুবদলের সদস্য আব্বাস আলী সুমন (৩৪) ‘কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের মৃত আরফান আলীর পুত্র।
এঘটনায় এনজিও সংস্থা আরডিআরএস এর ম্যানেজার লিয়াকত আলী বাদী হয়ে রবিবার (২ মে) বিশ্বনাথ থানায় সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩।
পুলিশ জানায়, বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোডস্থ ‘বেগম এন ইসলাম প্লেস’ বাসায় কেয়ারটেকারের দায়িত্বে থাকা আব্বাস আলী সুমন শনিবার রাত ৯টার দিকে ওই বাসায় এনজিও সংস্থা আরডিআরএস এর অফিসের আলমারির তালা ভেঙে বোল্ডের ভিতরে থাকা দেড় লক্ষাধিক চুরি করে।
এ ঘটনায় আরডিআরএস এর ম্যানেজার থানায় অভিযোগ দায়ের করলে রোববার বিকেল সাড়ে ৩টায় ওই বাসা থেকে সুমনকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে চোলাইকৃত ১ লাখ ৬৬ হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়।
মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd