সিলেট ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে বাসরঘর থেকে রিংকি আক্তার (১৪) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে শুক্রবার সকালে মর্গে পাঠিয়েছে। চাঁদখানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পসারিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত রিংকি আক্তার ওই ইউনিয়নের বোটপাড়া গ্রামের রাজু মিয়ার মেয়ে এবং চাঁদখানা স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুকাল থেকে রিংকি তার নানা সাহাদতের বাড়িতে ছিলেন। সেখানে থেকেই চাঁদখানা মাধ্যমিক স্কুলে সে পড়াশুনা করত। পরিবারের লোকজন ১৫ আগস্ট তার অসম্মতিতে নীলফামারীর চাপড়া এলাকার সাইদুলের ছেলে লাজু মিয়ার সঙ্গে তার বিয়ে দেয়।
বুধবার রাতের খাবার শেষে পরিবারের লোকজন নবদম্পতিকে বাসরঘরের ব্যবস্থা করে দেন। গভীর রাতে রিংকি আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে মৃত্যুর কারণ যাবে। তখন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd